বৌদিকে খুনের পর আত্মসমর্পন দেওরের

নিজস্ব সংবাদদাতা: ভাইঝিকে বিয়ের প্রস্তাব! নাকচ করা সিদ্ধান্তের জেরে ঘরে ঢুকে এলোপাথাড়ি কোপ মেরে খুন বৌদিকে। খুনের পর থানায় আত্মসমর্পণ করল দেওর। ঘটনাটি ঘটেছে শুক্রবার, একবালপুরে।
এদিন বেলা ১২ টা নাগাদ আচমকাই ঘরে ঢুকে বৌদি আকিদা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তাঁরই দেওর সুলতান আনসারী। বছর পঁয়তাল্লিশের আকিদা ছাড়াও এদিন তাঁর দুই মেয়েকেও আনসারী কোপায় বলে অভিযোগ।চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় আকিদা ও তাঁর দুই মেয়েকে উদ্ধার করে ভর্তি করা হয় এস এস কে এম হাসপাতালে। সেখানে আকিদাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর একবালপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে সুলতান। তাকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন: কলকাতায় আইপিএলের বেটিং চক্রের পর্দাফাস পুলিশের
পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে ওই ব্যক্তি তার ভাইজিকে বিয়ের প্রস্তাব দেয়। সেই প্রস্তাব নাকচ করে দেওয়ায় সুলতান এমন কাজ করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক তৃণমূলের ফিরহাদ হাকিম।