এক ঝলকে
টোলপ্লাজা ভাঙচুরে গ্রেফতারের দাবি

পুলিশ নিউজ ডেস্ক: টোলপ্লাজায় ভাঙচুরকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকের অনুগামীদের গ্রেফতারের দাবিতে সরব বিজেপি।সোমবার ওই দাবিতে সোচ্চার হন আলিপুরদুয়ারের সাংসদ বিজেপির জন বার্লা।
১৩ অগষ্ট ভাঙচুর চালানো হয় আলিপুরদুয়ারের বারোবিশার কাছে গুয়াবাড়ি ফোরলেন এলাকায় থাকা টোলপ্লাজায়। এদিন ওই টোলপ্লাজা পরিদর্শনে আসেন সাংসদ।
আরো পড়ুন: অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য
টোলপ্লাজা ভাঙচুর ও ৩০ লক্ষ টাকা লুঠের ঘটনায় তিনি সরাসরি শাসক দলের নেতাকর্মীদের দিকেই আঙুল তোলেন। পুলিশি গাফিলতির অভিযোগও তোলেন। বিষয়টি নিয়ে দিল্লির দরবারেও সরব হবেন বলেন জানিয়েছেন বার্লা।
এদিকে, পুলিশি গাফিলতির অভিযোগ নস্যাৎ করেছেন আলিপুরদুয়ার জেলা পুলিশের কর্তারা। তাঁদের দাবি, পুলিশের নিয়ম মেনেই এগোচ্ছে তদন্তের কাজ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp