বড়সড় সোনা ও আইফোন পাচারচক্রের পর্দা ফাঁস করল দিল্লি পুলিশ

দিল্লি পুলিশের নারকটিকস সেল ক্রাইম ব্রাঞ্চ এর বিশেষ অভিযানে সোনা ও আইফোন পাচার চক্রের পর্দা ফাঁস। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লিগামী একটি ট্রেনকে নয়ডায় থামিয়ে তল্লাশি চালানো হয়। খবর ছিল, লখনৌ থেকে এক ব্যক্তি অক্ষরধামে দিল্লি গেট এর দিকে অন্য ব্যক্তিকে মাদক সরবরাহ করবেন। এরপরই ইন্সপেক্টর রাম মনোহর এর নেতৃত্বে পুলিশ তল্লাশি চালানো ট্রেনের চালক এর পাশে দুজন আরোহীকে পাওয়া যায়। তাদের কাছ থেকে কোনরকম ড্রাগ না পাওয়া গেলেও সোনা ও আইফোনের আন্তর্জাতিক চোরাচালান চক্রের হদিশ মেলে। জিজ্ঞাসাবাদে ওই দুই যাত্রী আরিফিন চৌধুরী এবং মোহাম্মদ ইকবাল চৌকি জানায়, দিল্লির জামা মসজিদ নিবাসী এক ব্যক্তির অনুরোধে লখনৌ থেকে তারা সোনা এবং আইফোন পাচার করছিল। জামা মসজিদের ওই গ্যাংস্টার এবং তার দুবাইয়ের শাগরেদরা বিমান যাত্রীদের একটি অংশকে বিনামূল্যে টিকেট এবং অর্থের লোভ দেখিয়ে পাচারকার্যে নিযুক্ত করত বলে অভিযোগ। বিশেষ ধরনের প্যান্টের গহ্বরে সোনা ভরাট করে চোরাচালান করা হতো বিমানবন্দর দিয়ে। দুবাই থেকে আগত যাত্রীরা সেই প্যান্ট আরিফিন ও ইকবাল এর কাছে দিয়ে নিজেদের গন্তব্যে চলে যেত বলে জানায় তারা।
আরও পড়ুন : বাংলাদেশে শাড়ি ও বাজী পাচার রুখল বিএসএফ
খবর পেয়ে ৪০০ গ্রাম সোনা ও দুবাই থেকে আনা চারটি আইফোন ইলেভেন উদ্ধার করে পুলিশ। ৪০০ গ্রাম সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় কুড়ি লাখ টাকা। আইফোন চোরাচালানে ১০ থেকে ১৫ হাজার টাকা লাভ করত পাচারকারীরা।পুরো কাজ সম্পন্ন করার জন্য জামা মসজিদের ওই গ্যাংস্টার এই দুই পাচারকারীকে আড়াই হাজার টাকা দিত বলে জানিয়েছে তারা। এই দুই পাচারকারীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রী কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। চক্রে জড়িতদের সম্পর্কে জানতে দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।