এক ঝলকে
দিল্লি মেট্রো পরিদর্শন করলেন ডিজি, বুধবার চালু হলো ব্লু ও পিংক লাইন

আনলক ৪ পর্বে ধাপে ধাপে চালু হচ্ছে মেট্রো পরিষেবা। সোমবার তাই দিল্লিতে মেট্রো পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখলেন সিআইএসএফ ডিজে রাজেশ রঞ্জন। কোভিড ১৯ সংক্রান্ত নিয়ম নির্দেশাবলী মানা হচ্ছে কিনা এবং স্টেশনগুলোতে সঠিক পরিকাঠামো রয়েছে কিনা তা খতিয়ে দেখলেন তিনি।
আরও পড়ুন : মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করল কালিম্পং পুলিশ
পাশাপাশি বুধবার দিল্লি মেট্রোর ব্লু এবং পিঙ্ক লাইন চালু হলো। ত্রিস্তরীয় স্ক্রিনিং এবং স্যানিটাইজেশন করে তবেই যাত্রীদের স্টেশনে প্রবেশ করানো হচ্ছে। পাশাপাশি যাত্রী প্রবেশ ও বাইরে বেরোনোর পথও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে খবর। এর আগে সোমবার দিল্লি মেট্রোর ইয়েলো লাইন ও গুরুগ্রাম র্যাপিড মেট্রো পরিষেবা চালু হয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp