বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে কুপিয়ে খুন,চাঞ্চল্য দেগঙ্গায়

নিজস্ব সংবাদদাতা: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হলো যুবককে। মৃত যুবকের নাম আব্দুল সাইফুল মল্লিক(৩১)।আরসিএমের প্রোডাক্ট বিক্রির কাজ করতো সে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নন্দীপাড়া মল্লিক পাড়া এলাকায়।
সূত্রের খবর,গত ২ তারিখে রাতে বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে বসে গল্প করছিল সাইফুল।সেই সময়েই তার কাছে একটি ফোন আসলেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির পিছনে একটি আমবাগানে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপরে সেখানেই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের মুখে,পিঠে,ও মাথায় এলোপাথাড়ি কোপ বসাতে থাকে। সাইফুলের আর্ত চিৎকারে ছুটে আসেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে গিয়ে তারা যুবকের রক্তাক্ত দেহ দেখতে পায়।খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে। পুলিশ এসে যুবককে উদ্ধার করে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয়। টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার সকালে ওই যুবকের মৃত্যু হয়।
আরও পড়ুন: দুই নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ, কাঠগড়ায় ৫ প্রতিবেশী
মৃতের পরিবারের প্রাথমিক অনুমান,বহু মানুষের কাছ থেকেই টাকা পেত সাইফুল। সেই টাকা পাওয়াকে কেন্দ্র করেই এই পরিকল্পিত খুন করা হয়েছে। ঘটনায় অভিযুক্তরা এখনও পলাতক। গোটা ঘটনার তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ।