আধ্যাত্মিক শক্তির নামে প্রতারণা, গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা: আধ্যাত্মিক শক্তির নামে প্রতারণার শিকার হলেন এক মহিলা। ঘটনায় গ্রেফতার দুই। ধৃতদের নাম তৌসিফ আহমেদ ও রৌণক আফরোজ। তৌসিফ নারকেলডাঙ্গার ও রৌণক তিলজলার বাসিন্দা। সূত্রের খবর, আধ্যাত্মিক শক্তিতে সমস্যা সমাধানের টোপ দেখিয়ে কালীঘাট নিবাসী জয়শ্রী চৌধুরী নামে এক মহিলার কাছ থেকে বহু মূল্যবান সামগ্রী ও নগদ হাতিয়ে নেয় সাবা করিম নামে এক জ্যোতিষীর দুই শাগরেদ। ঐ মহিলার অসুস্থ বোনকে সুস্থ করে দেওয়ার নামে দফায় দফায় তাঁর থেকে প্রায় ১২ লাখ টাকা ও ৬০০ গ্রাম সোনা এবং অন্যান্য মূল্যবান তথ্যাদি হাতায় ধৃতেরা।
আরো পড়ুন: মাস্ক পরায় অভ্যস্ত করাতে অভিযান পুলিশের
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে কালীঘাট থানায় এফআইআর দায়ের করেন ওই মহিলা। এরপরই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার দুই শাগরেদকে গ্রেফতার করে পুলিশ। যদিও মূল অভিযুক্ত জ্যোতিষী সাবা করিম এখনো ফেরার। ধৃতদের সোমবার আলিপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ৫ই অক্টোবর পর্যন্ত পুলিশি রিমান্ডের নির্দেশ দেওয়া হয়।