KOLKATA WEATHER
এক ঝলকে

পাওয়ার গ্লাইডার ভেঙে মৃত্যু দুই নৌসেনা জওয়ানের

নিজস্ব সংবাদদাতা: কেরালার কোচিতে রবিবার সকালে পাওয়ার গ্লাইডার ভেঙে পরে। ঘটনায় নিহত হয়েছেন দুই নৌ সেনা জওয়ান। তারা এই বিমানটিতেই ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও নির্ধারণ করা যায়নি। প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন,নৌবাহিনীর দুই কর্মকর্তার পাওয়ার গ্লাইডারটি কোচির থপ্পম্প্যাডি ব্রিজের কাছে ভেঙে পরে।

আরও পড়ুন: বিহারে অবৈধ বন্দুক কারখানার হদিশ, গ্রেফতার ৩

সূত্রের খবর, নিহতরা হলেন লেফটেন্যান্ট রাজীব ঝা এবং পেটি অফিসার সুনীল কুমার। এদিন রুটিন ট্রেনিং করছিলেন তাঁরা। আইএনএস গারুদা থেকে যাত্রা শুরু করেছিলেন তাঁরা। তাদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে আইএনএইচএস সঞ্জীবনীতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের মৃত বলে জানানো হয়। এই গ্লাইডারটিকে উদ্ধার করার চেষ্টা চলছে । কি কারনে এমন দুর্ঘটনা, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close