মৃতদেহ সৎকারে দায়িত্বে খোদ ওসি

আলিপুরদুয়ারঃ করোনা আক্রান্তু দেহ, তাই মৃতদেহ সৎকার করার গুরু দায়িত্ব তুলেনিলেন খোদ হাসিমারা ফাঁড়ির ওসি। রবিবার সকালে আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকার ৮০ বছর বয়সী এক মহিলার আলিপুরদুয়ার তোফসিখাতা কোভিড হাসপাতালে মৃত্যু হয় । ওই মহিলা বেশকিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে ভর্তি হন। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মৃতদেহ পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। রবিবার রাতেই হাসিমারা ফাঁড়ির ওসি প্রেম কুমার থামি ও পুলিশকর্মীরা মৃতদেহ নিজেরাই দেহ সৎকার করে সেইসঙ্গে ছেলের মত দায়িত্ব মুখাগ্নি করেন ওসি প্রেম কুমার থামি। হাসিমারা ওসি প্রেমকুমার থামি ও অন্যান্য পুলিশকর্মীর এই পদক্ষেপকে কুর্ণিশ জানিয়েছেন সবাই।
আরও পরুনঃ সর্ববৃহৎ পাইকারী বাজারে ‘রাখিবন্ধন” পালনে বড়বাজার থানা
হাসিমারার ওসি প্রেম কুমার থামি জানান যে ”হাসিমারা এলাকার সবার অভিভাবক সবার ছেলে এবং তাই ছেলে হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি এবং বয়ষ্ক মহিলার মৃতদেহ সৎকার করেছি তার সন্তানের মত । তিনি যেখানেই থাকুক আমাদের তিনি আশীর্বাদ করবেন যাহাতে আমরা আরো মানুষের উপকার করতে পারি ।” ওসি প্রেম কুমার থামি আরো জানান, যে এহেন দায়িত্ব পালনে সমস্ত পুলিশ প্রশাসন জনগনকে সাহায্য করতে পিছু পা হবে না।