তারাপীঠ থেকে ফেরার পথে মৃত 1, জখম 8

নিউজ ডেস্ক: তারাপীঠ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ১, জখম ৮। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গতকাল গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে ৬ নম্বর জাতীয় সড়কের পাঁচলা থানার ধামিসা মোড়ের কাছে। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। কয়েকজনকে ভর্তি করা হয় পাঁচলার একটি বেসরকারি হাসপাতালে।
রবিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উত্তমকুমার দাস। জানা গিয়েছে, আহতরা প্রত্যেকেই পূর্ব মেদিনীপুর ভুপতিনগর এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: নদিয়ায় নাকা চেকিং
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি প্রাইভেট গাড়ি করে চালকসহ মোট ৯ জন তারাপীঠ থেকে বাড়ি ফিরছিলেন। পথে ধামিসা মোড়ের কাছে পিছন দিক দ্রুত গতিতে আসা একটি তেলের ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়ির পিছনে ধাক্কা মারে। ঘটনার অভিঘাতে সড়কের পাশে থাকা গার্ড রেলে ধাক্কা মেরে উল্টে যায় প্রাইভেট গাড়িটি। ঘাতক ট্যাংকারটির খোঁজে তল্লাশি শুরু করেছেন পুলিশ।