এক ঝলকে
অ্যাপসের মাধ্যমে সাইবার ক্রাইম ,গ্রেফতার ১২

নিজস্ব সংবাদদাতা : এবার সাইবার ক্রাইমে গ্রেফতার ১২ জন। ঘটনাটি দিল্লির বলে জানা গিয়েছে ।
সাইবার ক্রাইমের ঘটনা এর আগেও অনেক বারই ঘটেছে । এ নতুন কিছু নয়। তারই এক ঝলক এলো দিল্লিতে।এবার সেল রিসেল অ্যাপসের ব্যবহারকারীদের সাথে অনলাইনে জালিয়াতি করেছে ১২ জন ব্যক্তি।
আরও পড়ুন: সীমান্তে উদ্ধার আড়াই লক্ষ টাকার সম্পত্তি সহ ১০০ কেজি ইলিশ
হরিয়ানা রাজস্থান ও উত্তরপ্রদেশের একাংশে এবং এপি আইয়াড়ল্যান্ডের একাধিক এলাকায় একটানা পুলিশি অভিযান চালিয়ে গ্রেফতার হয় তারা।পুলিশ তাদের গ্রেফতার করে ইতিমধ্যেই শুরু করেছে তদন্ত।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp