করোনা আক্রান্ত কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা

নিজস্ব সংবাদদাতা, ১০ই সেপ্টেম্বর: এবার করোনা আক্রান্ত হলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। বৃহস্পতিবার সকালে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি নিভৃতবাসে রয়েছেন। সুস্থ আছেন বলে জানা গিয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখার কথা বলেছেন। ইতিমধ্যেই লালবাজারে তার ঘর স্যানিটাইজ করার কাজও শুরু হয়েছে। তার সংস্পর্শে যারা এসেছিলেন তারাও নিজেদের আইসোলেট করে রেখেছে।
জানা গিয়েছে, কিছুদিন ধরেই তিনি অসুস্থবোধ করছিলেন। কোভিডের মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। অন্যান্য উপসর্গের সঙ্গে তাঁর সামান্য জ্বরও ছিল। বুধবার তিনি টেস্ট করান। বৃহস্পতিবার তার রিপোর্ট পজিটিভ আসে। কলকাতা পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার পর্যন্ত তিনি লালবাজারে এসেছিলেন। সেদিন পুলিশ দিবসের অনুষ্ঠানে থাকায় তিনি নবান্ন গিয়েছিলেন। আপাতত বাড়িতে থেকে গুরুত্বপূর্ণ কাজ সামলাবেন তিনি।
আরও পড়ুন : জেলাবাসীর পাশে কোচবিহার পুলিশ
লালবাজার সূত্রের খবর, এর আগে করোনা আক্রান্ত হন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার। তিনিও করোনা জয় করে ফিরে এসেছেন। এখনও পর্যন্ত প্রায় ২ হাজারের বেশি পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছে বলে জানায় লালবাজার। এরমধ্যে অনেকেই সুস্থ হয়ে ফিরে এসেছেন। ১০ জন মারা গিয়েছেন। বৃহস্পতিবার কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গৌতম মাহাতোর মৃত্যু হয়েছে। এর আগে গত মাসে প্রাণ হারান সেন্ট্রাল ডিভিশনের এসি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারও প্রাণ হারিয়েছে করোনায়। এবার কোভিড পজিটিভ রিপোর্ট এলো খোদ পুলিশ কমিশনার অনুজ শর্মার।