পুজোর থিম সং গাইবেন করোনাযোদ্ধা পুলিশ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মহালয়ার ঠিক আগের দিন বুধবার দূর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠানে মাতল কেষ্টপুর প্রফুল্লকানন(পশ্চিম) অধিবাসীবৃন্দ। খুঁটিপুজো অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর কমিশনারেটের আধিকারিক অপুর্ব মুখার্জী ও শান্তিনীড় বৃদ্ধাবাসের আবাসিক বৃদ্ধ ও বৃদ্ধারা।
আরও পড়ুন : মঙ্গলকোটে রেশনের চাল নিয়ে দুর্নীতি, গ্রেফতার ২
এবছর কেষ্টপুর প্রফুল্লকানন(পশ্চিম) অধিবাসীবৃন্দের আয়োজিত পুজো ১৮ তম বর্ষে পদার্পণ করছে। এই পুজোয় তারা করোনা যোদ্ধা পুলিশ কর্মীদের সম্মান জানাতে চান। সেই পুলিশ কর্মীদের দিয়েই, এবারে তাঁদের পূজোর থিম সং গাওয়ানোর এক অভিনব সিদ্ধান্ত নিলেন পুজো উদ্যোক্তারা। উক্ত পুজো কমিটির সেক্রেটারি রুমান চন্দ জানালেন যে অভিনব এই উপায়ে করোনাযোদ্ধা পুলিশ কর্মীদের সম্মান জানাতে পেরে তারা খুবই গর্বিত । এছাড়াও এই বৃদ্ধাবাসের আবাসিকদের হাতে উপহার তুলে দেওয়া হয় এদিন। এই অনুষ্ঠানের মাধ্যমে বৃদ্ধাবাসের আবাসিকদের এক ঝলক আনন্দ দিতে পেরে খুশি পুজো উদ্যোক্তারা।