কলকাতাকলকাতা পুলিশদক্ষিণবঙ্গ
লড়াই শেষ, করোনায় মৃত্যু আরও এক পুলিশ কর্মীর

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে ক্রমেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে একেবারে প্রথম সারিতে থেকে লড়ছে পুলিশ। সোমবার
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের আরও এক যোদ্ধার। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক এসিস্টেন্ট সাব ইন্সপেক্টরের। মৃতের নাম সিদ্ধান্ত শেখর দে। তিনি ফিফ্থ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। “ফাইট এগেনস্ট করোনা” এর একজন যোদ্ধাও ছিলেন।
আরও পড়ুন: আইপিএল ম্যাচে বেটিং
১৮ অক্টোবর রবিবার, কলকাতা পুলিশের অফিসিয়াল টুইটার হেন্ডেলে টুইট করে একথা জানানো হয়েছে। টুইট করে জানানো হয়,”ফিফত ব্যাটালিয়নে নিযুক্ত এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর সিদ্ধান্ত শেখর দে-র অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।”
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp