এক ঝলকে
কমান্ডো যান উপহার জম্মু পুলিশকে

নিজস্ব সংবাদদাতা, শ্রীনগর: জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জেলা পুলিশ লাইন পরিদর্শন করেন সোমবার। এই সূত্রে তিনি একটি কমান্ডো যান উপহার দেন পুলিশকে।
আরও পড়ুন : মাদকদ্রব্য উদ্ধার করল কুলু জেলা পুলিশ
আজ প্রধানত জেলা লাইনের কর্ম পরিস্থিতি পরিদর্শন করতে আসেন জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল। জম্মু জেলা থেকে সিনিয়র পুলিশদের সাথে সুরক্ষার বিষয়ে আলোচনা হয়। পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন তিনি। এই সূত্রে একটি কমান্ডো যান উপহার দেন জম্মু পুলিশকে। তার এই উদ্যোগে খুশি পুলিশ বাহিনী।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp