
পুলিশ নিউজ ডেস্ক: ১৭ মাস আগে চুরি যাওয়া বাইক উদ্ধার করল কোচবিহার জেলা পুলিশ। বেশ কিছুদিন দিন আগে চুরি হয় সেই বাইকটি। মোটর বাইকের মালিক তৎক্ষণাৎ ছুটে যায় থানায়। লিখিত অভিযোগ দায়ের করেন তিনি, সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত।
আরো পড়ুন: স্বর্ন ব্যবসায়ী হত্যা কাণ্ডে গ্রেফতার ৫
অবশেষে উদ্ধার হয় অপহত মোটর বাইকটি। সব আইনি জটিলতা পার করে সেই বাইক অক্ষত অবস্থায় তুলে দেয়া হল প্রকৃত মালিকের হাতে I শখের সেই বাইকটি ফেরত পেয়ে যথেষ্ট খুশি তিনিI অংশীদার থানায় উপস্থিত সকল পুলিশ কর্মীদের ধন্যবাদ জানান বাইক মালিকI
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp