KOLKATA WEATHER
দক্ষিণবঙ্গকলকাতাকলকাতা পুলিশ

মুখ্যমন্ত্রীর সংবর্ধনায় পুরস্কৃত হবেন কলকাতা পুলিশের ২ আইপিএস অফিসারসহ ১০

কলকাতা, ১৩ই অগাস্ট: নিজের কর্তব্য পালনের জন্য কৃতী পুলিশ অফিসারদেরকে সম্বর্ধনা। প্রতি বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সম্মান জানানো হবে কৃতী পুলিশ অফিসারদের। বৃহস্পতিবার সেই নাম ঘোষণা করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) আইপিএস মুরলীধর শর্মা এবং ডিসি (সেন্ট্রাল) আইপিএস সুধীর কুমার নীলকান্তম ২০২০ সালে প্রশংসনীয় কাজের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারা মেডেল প্রাপ্ত হবেন। কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেলে বৃহস্পতিবার সন্ধ্যায় এই কথা জানানো হয়।

এছাড়াও প্রশংসনীয় কাজের জন্য মুখ্যমন্ত্রীর সম্বর্ধনার তালিকায় রয়েছেন চন্দননগর পুলিশ কমিশনার ডঃ হুমায়ুন কবীর, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সলোমন নিশা কুমার, ব্যারাকপুরের ডেপুটি কমিশনার (দক্ষিণ) অজয় ঠাকুর এবং শিলিগুড়ি পুলিশের ডিসি সংমিত লেপচা। অন্যদিকে, সেরা কর্তব্যপালনের জন্য মুখ্যমন্ত্রীর সম্বর্ধনা পাবেন গঙ্গেশ্বর সিং, ডঃ সুধির মিশ্র, বিবেক সহায় এবং জগমোহন।

আরো পড়ুনঃ অস্থায়ী শ্মশান তৈরিতে গ্রাম বাসিদের বাঁধা , অবরোধ , পুলিশের গাড়ি ভাংচুর , আটক ১২

শনিবার স্বাধীনতা দিবসের দিন এই সম্বর্ধনা জানানো হবে হবে।পুরস্কৃত করা হবে অন্যান্য করোনা যোদ্ধাদেরও। যদিও করোনা সংকটের কারণে স্বাধীনতা দিবসে থাকছে না কোন কুচকাওয়াজ, অনুষ্ঠান। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সেরে ফেলা হবে সমস্ত কর্মসূচি।
করোনা সংকটে কখনও গান গেয়ে সচেতনতায়, তো কখনও জরুরি অবস্থায় রক্ত দিয়ে, করোনা মোকাবিলায় একাধিকবার প্রশংসনীয় ভূমিকা গ্রহণ করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর এই সম্বর্ধনা তাই তাদের কাছে অত্যন্ত গর্বের।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close