দক্ষিণবঙ্গমুর্শিদাবাদ
মুর্শিদাবাদে দুঃস্থদের পাশে সিভিক ভলেন্টিয়ার

নিজস্ব সংবাদদাতা: গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার তিন সিভিক ভলান্টিয়ার সিরাজুল ইসলাম, আনিকুল আলম ও রফিক খান। শুক্রবার সামসেরগঞ্জ থানার বাসুদেবপুর স্কুলে আনুষ্ঠানিকভাবে প্রায় ৭০ টিরও বেশি পরিবারের হাতে চাল, আলু, বিস্কুট, সাবান, তেল ও সব্জির পাশাপাশি একটি করে মাস্ক তুলে দিলেন তারা।
আরও পড়ুন: চন্দননগরে গরিব গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
সিভিকদের অভিনব এই উদ্যোগের প্রশংসা করে বিতরণী অনুষ্ঠানে হাজির হন সামসেরগঞ্জ থানার ওসি অমিত ভকত, যুগ্ম বিডিও আবু তোয়েব মন্ডল, স্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান সহ অন্যান্য বিশিষ্টরা।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp