KOLKATA WEATHER
দক্ষিণবঙ্গপশ্চিম বর্ধমান

করোনায় প্রাণ হারালেন সিভিক ভলেন্টিয়ার

নিউজ ডেস্ক: করোনা যুদ্ধে প্রাণ হারালেন এক সিভিক ভলেন্টিয়ার। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর থানায় কর্মরত ছিলেন তিনি। একেবারে প্রথম সারিতে থেকে লড়ছিলেন। সম্প্রতি করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শনিবার মারা যান ওই সিভিক ভলেন্টিয়ার। মৃতের নাম সুজয় মাঝি।

আরও পড়ুন: বাইক চুরির অভিযোগে গ্রেফতার ৩

করোনা যুদ্ধে প্রথম সারিতে থেকে লড়ে এর আগেও মারা গিয়েছেন বহু পুলিশ, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে চিকিৎসক ও সরকারি কর্মীরা। করোনা যুদ্ধ জয় করে সুস্থও হয়ে উঠেছেন অনেকে। কাজে যোগদান দিয়েছেন। কিন্তু ফেরা হলোনা সুজয়ের। আসানসোল-দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে সহকর্মীর প্রয়াণে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়েছে। পরিবারের পাশে থাকার সমস্ত রকম আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close