বাইক কেনার নাম করে প্রতারণা

নিউজ ডেস্ক: দিনে দুপুরে প্রতারণা। টেস্ট ড্রাইভের নাম করে বাইক নিয়ে পালাল যুবক।
১১১, রিজেন্ট প্লেস, কলকাতা- ৪০ এর বাসিন্দা চন্দ্রদীপ সিং. তিনি পেশায় হাওড়া জেলা হাসপাতালের মেডিকেল অফিসার। তাঁর অভিযোগ, তিনি একটি অনলাইন বিক্রয় প্ল্যাটফর্ম ‘ওএলক্স’এ তার বাইক বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছেন। তাঁর বাইক ইয়ামাহা ওয়াইজেডএফআর15। সেই বিজ্ঞাপনটি অনুসরণ করে অভিযুক্ত ব্যক্তি ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করে. বাইকটি কেনার জন্য তাঁর সঙ্গে যোগাযোগও করেন। ২২অক্টোবর অভিযুক্ত ব্যক্তি যাদবপুরে তাঁর সঙ্গে দেখা করেন. পরীক্ষার জন্য বাইকটি দেওয়ার জন্য অনুরোধ জানায়। বিশ্বাস করে তাঁর বাইকটি অভিযোগকারীকে টেস্ট ড্রাইভের জন্য দেন. এর পরেই অভিযুক্ত ব্যক্তি বাইকটি নিয়ে চম্পট দেয়।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে চন্দ্রদীপ সিং যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: পুলিশি অভিযানে গ্রেফতার সাত দাগী দুষ্কৃতী
তদন্ত চলাকালীন,পুলিশ জানতে পারে অভিযুক্ত ব্যক্তি যে মোবাইল নম্বরটি দিয়ে অভিযোগকারীর সাথে যোগাযোগ করেছিলেন সেই নম্বরটি দমদম এলাকার এক রিকশা চালকের। সেই রিকশা চালককে জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে পারেন, যে কয়েকদিন আগে একজন তাঁর রিকশায় চড়ে ছিলেন. সেই সময় তাঁর ফোনটি ফোন করার জন্য নিয়েছিল. পরে সে ওই ফোনের সিমটি খুলে নেয়. সোস্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সহায়তায় অভিযুক্ত ব্যক্তির ছবি তৈরি করা হয় যা অভিযোগকারী শনাক্ত করে এবং রিকশা চালকও পরে ছবিটি অভিযুক্তের বলে শনাক্ত করে।
অভিযোগের ভিত্তিতে ৭ নভেম্বর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম গৌরাঙ্গ কীর্তনিয়া ওরফে আকাশ। আকাশকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের হদিশ পেতে চাইছে পুলিশ।