এক ঝলকেদক্ষিণবঙ্গমুর্শিদাবাদ
ক্যান্সার আক্রান্তকে রক্তদান করলেন সিভিক ভলান্টিয়ার

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালো এক সিভিক ভলান্টিয়ার। মুর্শিদাবাদের
সালার থানার সিভিক ভলেন্টিয়ার সাত্যকি ভট্টাচার্যের মানবিক উদ্যোগে প্রান ফিরে পেলেন খাইরুল ইসলাম নামে এক ক্যান্সার আক্রান্ত রোগী।
আরও পড়ুন : কান্দিতে চুরির ঘটনায় গ্রেফতার ৮
সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্ত জানান, সালার থানা এলাকায় ক্যান্সার আক্রান্ত খাইরুল ইসলামের বি পজেটিভ রক্তের প্রয়োজন হয়। পরিবারের সদস্যরা করোনা আবহে রক্তদাতার সন্ধান করতে পারেনি। খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ সালার থানার একজন সিভিক ভলান্টিয়ারের শনিবার কান্দি মহকুমা হাসপাতালে রক্ত দেওয়ার ব্যবস্থা করেন। পুলিশের এমন মানবিক উদ্যোগে খুশি পরিবার।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp