পুলিশ সুপারের উপস্থিতিতে পুলিশ দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, সুমন ভৌমিক, দক্ষিণ দিনাজপুর: বিগত কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী পয়লা সেপ্টেম্বর কে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেছেন। সেইমতো এই বছর পয়লা সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পুলিশ দিবস। কিন্তু ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়ানের ফলে রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় সেই অনুষ্ঠানটি পিছিয়ে ৮ ই সেপ্টেম্বর করা হয়। আর সেই মতো সারা রাজ্যব্যাপী মঙ্গলবার পালিত হচ্ছে পুলিশ দিবস। আর এই পুলিশ দিবসকে সামনে রেখে বালুরঘাট পৌর বাস স্ট্যান্ড চত্বর ও বালুরঘাট হিলি মোরে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে দুটি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার দেবর্ষি দত্ত।এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, ডিএসপি ধীমান মিত্র,অমিত পাল, উদয় তামাং, বিনোদ ছেত্রী সহ অন্যান্য পুলিশ অধিকারীকরা।
আরো পড়ুন: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লুঠের কিনারা
বালুরঘাট শহরের ব্যস্ততম বাস স্ট্যান্ড চত্বর ও হিলি মোরে এই দুটি অটোমেটিক ট্রাফিক সিগনাল উদ্বোধন হয় অনেকটাই সুবিধা হবে সাধারণ পথযাত্রীদের যানবাহন ব্যবহারকারীদের বলে জানা গেছে। সাধারণ পথচলতি মানুষের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের এই নতুন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে সাধারণ মানুষ।