দক্ষিণবঙ্গ
মাদক সহ আটক ২

নিজস্ব সংবাদদাতা: উদ্ধার আনুমানিক ৫০ কেজি গাঁজা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া কল্যানী এক্সপ্রেসওয়ের পানপুর মোড়ে।
আরো পড়ুন: মাদক পাচারে ফের বলিযোগ, আটক কিশোর আমন শেঠি সহ ৩
গোপন সূত্রে খবর পেয়ে বেশ কিছু দিন ধরে নজর রাখছিল পুলিশ। তারপরই শনিবার বেলঘড়িয়া কল্যানী এক্সপ্রেসওয়েতে পানপুর মোড়ে গাঁজা সহ দুজনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। উদ্ধার করা হয় আনুমানিক ৫০ কেজি গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা। ধৃত ব্যক্তি দেবব্রত বর্মনের বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে এবং সোমনাথ দত্তের বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। এদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp