গভীর রাতে সীমান্তে উদ্ধার ফেনসিডিল ও গাঁজা

নিজস্ব সংবাদদাতা: বিএসএফের গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাছারিপাড়া ও খাসমহল এলাকা দিয়ে কয়েকজন পাচারকারী রাতের অন্ধকারে ফেনসিডিল ও গাঁজা পাচার করবে। সেইমতো জলঙ্গীর ১৪১ ব্যাটেলিয়নের দুই এলাকার বিএসএফ সদস্যরা এলাকায় টহল দিতে থাকে। গভীর রাতে তাদের নজরে পড়ে ৭-৮ জন পাচারকারী মাথায় করে কিছু জিনিস ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছিল। বিএসএফ তাদেরকে দাঁড়াতে বললে তারা মাথায় থাকা জিনিসপত্র ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তবর্তী কাকমারি ও কাচারীপাড়া এলাকাতে গা ঢাকা দেয়। যেহেতু এই দুটি গ্রাম সীমান্তবর্তী তাই পাচারকারীরা গ্রামবাসীদের সহায়তা নিয়ে গা ঢাকা দেয়। পরে রাত্রের তল্লাশি চালিয়ে ১৪১ ব্যাটেলিয়ান বিএসএফ এক হাজার পঁচিশ টি বোতল ফেনসিডিল ও সাড়ে নয় কিলো গাঁজা উদ্ধার করে।
উদ্ধার হওয়া গাঁজা ও ফেনসিডিল নদীয়া জেলার হুগোলবাড়িয়া থানা ও মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার হাতে তুলে দেয় বিএসএফ।
আরও পড়ুন: পোর্টাল উদ্বোধনের মধ্যেই পালিত ওয়েস্টার্ন কমান্ডের দিন
সাংবাদিকদের সামনে, ১৪১ বিএসএফ ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট অফিসার শ্রী এন. এস রাউতেলা জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করেন ফেনসিডিল ও গাঁজা।