এক ঝলকে
দক্ষিন কম্যান্ডের অর্ডানেন্স ডিপো পরিদর্শন করলেন সি মোহান্তি

নিজস্ব সংবাদদাতা, মহারাষ্ট্র: লেঃ জেনারেল সি মোহান্তি দক্ষিন কম্যান্ডের মহারাষ্ট্রের পুণের তাঁলেগাও এ অর্ডানেন্স ডিপো পরিদর্শন করলেন।
আরও পড়ুন : গুয়াহাটি সীমান্তে গাঁজা উদ্ধার করল বিএসএফ
দক্ষিনকম্যান্ড অর্ডানেন্স ডিপোর প্রশিক্ষণ পদ্ধতি এবং কার্য পরিচালনা সামগ্রিকভাবে পরিদর্শন করেন লেঃ জেনারেল সি মোহান্তি । টিম টাস্কারদের কার্যপদ্ধতির তিনি বিশেষভাবে প্রশংসা করেন। এছাড়াও পেশাদারী দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখার জন্য প্রশংসা করেছেন। ভবিষ্যতে যাতে আরও উন্নত মানের কাজ হয় সেই জন্য উৎসাহিত করেছেন টিম টাস্কারদের।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp