এক ঝলকে
গবাদিপশু পাচার রুখল বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, গুয়াহাটি: আসামের গুয়াহাটি ও পশ্চিমবঙ্গের কোচবিহারের সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফের তৎপরতায় ভেস্তে গেল গবাদিপশু পাচার চক্রের পরিকল্পনা। শুক্রবার শনিবারের পর পর অভিযানে এই পশু পাচার চক্র থেকে প্রায় ১৩৯ টি গবাদি পশু উদ্ধার করেছে বিএসএফ।
আরও পড়ুন : মোটরবাইক চুরির অভিযোগে মালদায় গ্রেফতার ৩
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল দিয়ে এই পশুগুলোকে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল। বিএসএফের তৎপরতায় এই পাচার চক্র ভেস্তে যায়। ১৩৯ টি গবাদি পশুর উদ্ধার করে বিএসএফ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp