
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: ফের সীমান্তে গাঁজা উদ্ধার করল বিএসএফ। বৃহস্পতিবার সকালে গুয়াহাটি সীমান্তে ৮.৫ কেজি গাঁজা উদ্ধার হয়। কোচবিহারের বিএসএফ গুয়াহাটি সীমান্তে এই গাঁজা উদ্ধার করে। অনুমান করা হচ্ছে এই গাঁজা গুয়াহাটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল|
আরও পড়ুন : অবৈধ গাঁজা উদ্ধার করল ওড়িশা পুলিশ
কিছুদিন ধরেই গাঁজা পাচারের গোপন সূত্রে খবর ছিল বিএসএফের কাছে | সেইমতো সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং শুরু করে দেয় বিএসএফ| ফল মিলল হাতেনাতে| উদ্ধার হল গাঁজা |ঘটনায় গ্রেফতার করা হয়েছে চোরাচালানকারীকে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp