চোরাচালানের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ, আটক ১

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগণার কাকমারি চর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিএসএফ জওয়ানরা মাদক পাচারের চেষ্টাকে ব্যর্থ করে। নেশার দ্রব্য পাচারের সঙ্গে যুক্ত থাকায় সোমবার ১ জনকে গ্রেফতারও করা হয়।চোরাচালান বন্ধ করার জন্য প্রতিটি সীমান্তেই জওয়ানরা কড়া নজরদারি চালাচ্ছে। প্রায়শই চালানো হচ্ছে অভিযান।জওয়ানদের তৎপরতার জেরেই এই পাচার রোখা সম্ভব হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : অশোকনগরে শিশু শ্রমিক নিয়োগের অপরাধে গ্রেফতার ১
ধৃত চোরাচালানকারীর কাছ ৭০০টি ফেনসিডিলের বোতল ও ৫.৯ কেজি গাঁজা উদ্ধার করে সেনারা। পাশাপাশি সীমান্তে পাচারের হাত থেকে ৭ টি গবাদি পশুকেও উদ্ধার করে বিএসএফ জওয়ানরা। ধৃতদের জেরা করে জানা গেছে তারা সীমান্ত পেরিয়ে বেআইনি ভাবে মাদক গুলি বাংলাদেশে পাচার করছিল। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।