
নিজস্ব সংবাদদাতা: ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারীকে গ্রেফতার করল এসটিএফ ও ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের বুধবার পুলিশি হেফাজতের আবেদনে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নাম মণিরুদ্দিন শেখ (২৮) ও মোয়াদ্দিজুর মিঞা (৩৩)।
আরও পড়ুন: অনলাইনে জালিয়াতির অভিযোগে গ্রেফতার ৪
বুধবার ভোরে তথ্যের ভিত্তিতে ইংরেজবাজারের সুস্থানি মোড় এলাকায় হানা দিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় এলাকায় হানা দিয়ে ব্রাউন সুগার সহ এই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কালিয়াচক থেকে বালুরঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ব্রাউন সুগার।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp