থানার ছাদে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন বড়বাজার থানার

কলকাতা : মধ্য কলকাতার বড়বাজার একটি ঘন জনবহুল সর্ব্ববৃহত পাইকারী বাজার অঞ্চল। সেই জনবহুল বাজারে অবস্থিত বড়বাজার থানার ছাদের ওপর আজ স্বাধীনতা দিবস পালন করলেন বড়বাজার থানার আধিকারিকেরা। সেখানে থানার তরফে জাতীয় পতাকা উত্তোলন করেন থানার ভারপ্রাপ্ত অতিরিক্ত আধিকারিক শ্রী এস.এস.রায়। তার সাথে উপস্থিত ছিলেন থানার সহআধিকারিক সন্দীপ পাল, তাপস নন্দী ও অন্যান্য পুলিস কর্মীরা। কেবলমাত্র পতাকা তুলে কিম্বা প্যারেড করেই খান্ত থাকেননি তারা। রাস্তায় নেমে স্বাধীনতা দিবসের উপহার হিসেবে পথচলতি সাধারণ মানুসের মধ্যে বিতরণ করলেন মাস্ক ও মিস্টি। অন্যদিকে কঠোরভাবে বজায় রেখে ছিলেন নাকা চেকিং।
আরো পড়ুনঃ সচেতনতা বাড়াতে সাইকেলে দফতরে পুলিশ সুপার
গতকাল থেকেই স্বাধীনতা দিবসে যে কোন ধরনের নাশকতা এড়ানোর জন্য সদা সচেস্ট বড়বাজার থানার পুলিস, ২৪ ঘন্টা ধরে বজায় রেখেছেন নাকা চেকিং। এর পাশাপাশি তাদের অঞ্চলের প্রতিটি হোটেল, ধর্মশালা ও লজগুলিতে আজও বজায় রেখেছেন কড়া চেকিং। সবমিলিয়ে আজ স্বাধীনতা দিবসে,তাদের থানা অঞ্চলে,বিভিন্ন ভুমিকায় অবতীর্ন হতে দেখা গেল বড়বাজার থানার পুলিস কর্মীদের।