মাদক পাচারে ফের বলিযোগ, আটক কিশোর আমন শেঠি সহ ৩

নিউজ ডেস্ক: এবার মাদক পাচারে আটক হল বলিউডের আরও এক খ্যাতিমান নৃত্য পরিচালক তথা নৃত্যশিল্পী কিশোর আমন শেঠি। পাশাপাশি গ্রেফতার হয় আরও দুজন। অবৈধ ওষুধের এমএমএ (এক্স ট্যাসি ) বিক্রির অপরাধে শনিবার সকালে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে খবর, এর আগেও দুটি থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিন তাদের কাছ থেকে উদ্ধার হয় এক লক্ষ টাকার একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, এবং দুটি আইটেম। ইতিমধ্যেই তাদের গ্রেফতার করে বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্রীয় নারকোটিক্স বিভাগ ।
আরো পড়ুন: জম্মু-কাশ্মীরে তিনজন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হল
পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে বেঙ্গালুরুর ক্রাইম পুলিশ জানতে পারে যে তারা বহুদিন ধরেই মুম্বইয়ে এই মাদকের ব্যবসা চালাচ্ছিল।তাই সূত্রের ভিত্তিতে ওইদিন পুলিশ নাইজেরিয়ার বাসিন্দা ননসো জেচিন , আবিদজান এবং ট্রোরি বেনকে গ্রেফতার করে। ইতিমধ্যেই তাদের জেরা শুরু করে ঘটনার তদন্ত করছে পুলিশ।