এক ঝলকেকলকাতাদক্ষিণবঙ্গ
রক্ত প্লাজমা দান করলেন করোনা জয়ী পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউনের শুরুতেই সামনে থেকে করোনার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী শান্তনু সরকার। এরপর করোনা আক্রান্ত হয়ে বেশকিছুদিন চিকিৎসাধীন ছিলেন। করোনাযোদ্ধা রূপে যুদ্ধ জিতে গত ২৪ শে জুলাই সুস্থ্য হয়ে ওঠেন তিনি। এর কিছুদিন পরেই আবার এয়ারপোর্ট থানায় কাজে যোগ দিয়ে পুনরায় নেমে পড়েন করোনা যুদ্ধের প্রথম সারিতে।
আরও পড়ুন : ৫ মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ
এবার কলকাতা মেডিকেল কলেজে নিজের রক্ত প্লাজমা দান করলেন শান্তনুবাবু। আজ তার এই দান করা রক্ত প্লাজমা বৈজ্ঞানিক রিসার্চ ও করোনা আক্রান্ত রোগীর জন্যে ব্যাবহৃত হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp