বীরভূমে ভুঁয়ো ফোনকলে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং, খোয়া যাওয়া টাকা ফেরালো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককে ব্যাংক ম্যানেজার রূপে ভুঁয়ো পরিচয় দিয়ে অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তোলার অভিযোগে বীরভূমে খোয়া যাওয়া টাকা ফেরাল পুলিশ।
সূত্রের খবর অনুযায়ী, উত্তম কুমার মণ্ডল পেশায় অবসরপ্রাপ্ত সেনা কর্মী। চলতি বছরের জুলাই মাসের ৭ তারিখ বুধবার, ব্যাঙ্ক ম্যানেজারের নাম করে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁকে ফোন করে। সে সময় তিনি চাষবাস ও অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলেন। তার অসতর্কতার সুযোগকে কাজে লাগিয়ে ফোনের অপর প্রান্তে থাকা ঐ ব্যাক্তি ব্যাঙ্ক KYC আপডেটের ভুঁয়ো আশ্বাস দিয়ে তার কাছ থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং এর যাবতীয় তথ্যাদি নিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই উত্তম বাবুর মোবাইলে টাকা কাটার বিভিন্ন SMS আসতে থাকে। তিনি সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে বীরভূম জেলা সাইবার ক্রাইম থানায় উপস্থিত হন।
আরও পড়ুন: তপসিয়ায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ
সাইবার ক্রাইম থানা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে। অ্যাকাউন্ট থেকে খোয়া যাওয়া এক লক্ষ ষাট হাজার টাকা উদ্ধার করে উত্তম কুমার মন্ডলের অ্যাকাউন্টে ফেরাতে সক্ষম হয়। আজ উত্তম বাবু বীরভূম জেলা সাইবার ক্রাইম থানাতে ধন্যবাদ জানাতে এসে সচেতনতা বার্তা দিলেন সকলের উদ্দেশ্যে “আমি ভুল করেছিলাম, আপনারা করবেন না। আপনার ব্যঙ্কের সংবেদনশীল তথ্যাদি অচেনা কারোর সাথে শেয়ার করবেন না।”