বিহারে অবৈধ বন্দুক কারখানার হদিশ, গ্রেফতার ৩

পুলিশ নিউজ ডেস্ক: পুলিশি অভিযানে হদিশ মিলল অবৈধ বন্দুক কারখানার। শনিবার বিহারের মুঙ্গের জেলায় অভিযান চালিয়ে পুলিশ এই বন্দুক কারখানার সন্ধান পায়। ঘটনাস্থল থেকে পুলিশ একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুপার লিপি সিং জানান, “গোপন তথ্যের ভিত্তিতে হাভেলি খড়গপুর থানার অন্তর্গত মুধেরি গ্রামে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং সেখান থেকে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম, গোলাবারুদ সহ ১০টি দেশীয় তৈরি পিস্তল, তিনটি রাইফেল, ১২ টি ম্যাগাজিন গুলি উদ্ধার করা হয়েছে।”
ধৃতদের নাম সৌরভ সাউ, তার ভাই সুস্মিত সাউ ও তার বাবা সুধির সাউ। এদের বিরুদ্ধে হাভেলি খড়গপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসপি।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ নৌ মহড়া উত্তর বঙ্গোপসাগরে
পুলিশ সুপার লিপি সিং আরও জানান, এই পরিবারটি বহুদিন ধরে এই অস্ত্র তৈরির সঙ্গে জড়িত রয়েছে। তারা এই অস্ত্র তৈরি করে বিহারের অন্যান্য জেলাগুলিতে এবং উত্তর প্রদেশ, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গেও অবৈধ অস্ত্র বিক্রি করতেন বলে জানা গিয়েছে।