ভাতার থানার পুলিশের বড় সফলতা, গ্রেফতার ৪ ডাকাত

নিজস্ব সংবাদদাতা: ডাকাতি করার আগেই পুলিশের জালে ৪ ডাকাত। গ্রেফতার করল ভাতার থানার পুলিশ।
পুলিশ শনিবার রাতে গোপন সূত্রে খবর পায় ভাতারের নতুন গ্রামের কাছে একদল ডাকাত জড়ো হয়েছে ডাকাতি করার উদ্দেশ্যে ।তড়িঘড়ি পুলিশ সেই জায়গায় হানা হানা দেয় ।পুলিশের অভিযানে ৪ জনকে গ্রেফতার হয় বাকিরা পালিয়ে যায়।ধৃতদের নাম হারাধন রায় (৫৬) ,চাঁদ কুমার মাঝি (৪০), হারাধন মাঝি(৪৫)। এদের বাড়ি নারানপুর গ্রামে। অন্যদিকে অপর এক ধৃতের নাম অমিত মন্ডল (৫০)বছর, এর বাড়ি কামারপাড়া।
তাদের কাছ থেকে বেশকিছু রসা দড়ি লাঠি রড উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: মাস্ক না পরার কারনে জরিমানা বাবদ আয় ১.৩৯ কোটি টাকা
তারা কোথায় ডাকাতি করতে যাচ্ছিল বা এই চক্রে আর কে কে যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত করছে ভাতার থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।
ভাতারের বাসিন্দা মফিজ শেখ জানান, পুলিশ বিশেষ নজরদারিতে চার ডাকাতকে গ্রেফতার করেছে গতকাল রাত্রে আমি ব্যাক্তিগত ভাবে ধন্যবাদ জানাই ভাতার থানার পুলিশদেরকে।