মালদা
সূচনা হল লোক আদালতের
নিজস্ব সংবাদদাতা :এবার ভার্চুয়ালি সূচনা হল মালদহের লোক আদালতের । করোনা আবহে সামাজিক দূরত্ব বিধি মানতেই মালদহ আইনি আদালতের নির্দেশে রাজ্যে এই lপ্রথম এই উদ্যোগটি নেওয়া হয়।
শনিবার সকাল ১০.৩০ টা নাগাদ lমালদহ আদালতের জেলা আইনি সহায়তা কেন্দ্রের নিজস্ব ভবনে অনুষ্ঠানটির সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ সহ অন্য প্রমুখ ব্যক্তিরা। আদালতের সূচনার সঙ্গে ঐদিন অন্তত মোট ৬০০ টি মামলার নিষ্পত্তি করা হয়।
আরো পড়ুন: পাচারের আগে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ৯টি গরু
সাক্ষ্য গ্রহণ থেকে শুনানি,সব কিছুই চলে পুরোপুরি অনলাইনে। এবারের এই লোক আদালতে বিচারক মন্ডলীর আসনে জায়গা পেয়েছেন বাবুল হক এবং সৌম্য দে সরকার নামে এর íসাংবাদিকও।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp