সমাজ সচেতনতায় ট্যাবলো বারুইপুরের রাস্তায়

নিজস্ব সংবাদদাতা, বারুইপুর: শিশুশ্রম, বাল্যবিবাহ এবং শিশুপাচার সহ একাধিক বিষয় সম্পর্কে সমাজকে সচেতন করতে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের রাস্তায় নামল ট্যাবলো। ওয়ার্ল্ড ভিশন স্বেচ্ছাসেবী সংস্থা ওই ট্যাবলো স্পন্সর করেছে বলে খবর। স্বাধীনতা দিবসের দিন বারইপুর পুলিশ জেলার পুলিশ সেটি উদ্বোধন করে।
আরও পড়ুন : দিল্লি দাঙ্গার ঘটনায় ২ জনকে তলব স্পেশাল সেলের
দক্ষিন ২৪ পরগনা জেলাজুড়ে একমাস ব্যাপী গ্রামে গ্রামে ঘুরে সচেতনতা অভিযান চালানো হয় ঐ ট্যাবলোর মাধ্যমে। সোমবার সেটি বারুইপুর পুলিশ জেলার সদর দফতরে ফিরে আসে। সচেতনতা অভিযান শেষ করে ট্যাবলো ফিরে আসায় আজ শিশুরা নাচ-গানে অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগকে সাধুবাদ জানায়। পুলিশ সুপারের অফিসে ঐদিন ছোট করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্যই ছিল শিশুদেরকে ঘিরে অপরাধ রুখতে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া।