KOLKATA WEATHER
উঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ

নির্মীয়মান পুজো মণ্ডপ পরিদর্শনে ব্যারাকপুরের পুলিশ কমিশনার

নিজস্ব সংবাদদাতা,কলকাতা: করোনা আবহে দুর্গাপুজোতে একাধিক বিধিনিষেধের সঙ্গে ছাড় ঘোষণার পরই রাজ্যজুড়ে শুরু হয়েছে পুজো প্রস্তুতি।

কিন্তু সকল সার্বজনিক পুজো গুলোতে মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ ঠিক মতো মানা হচ্ছে কিনা তা সরেজমিনে পরীক্ষা করতে আজ রাস্তায় নামলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ ভার্মা। আজ সকালে দমদম অঞ্চলের বিভিন্ন নির্মীয়মান পুজো মণ্ডপ ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন ডিসি আনন্দ রায়, দমদমের এসিপি স্বপন সাহা, দমদম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর রায়, কামারডাঙ্গা ফাঁড়ির আধিকারিক তমাল দাস, ও অন্যান্য পুলিশ আধিকারিকেরা ।

নিজস্ব চিত্র

এদিন প্রথমেই তারা যান দমদম মল পল্লী সার্বজনীনে, সেখানে মণ্ডপের প্রবেশপথ ও বিভিন্ন বিষয়ে সংগঠকদের নির্দেশ দেন। এরপর সকলে মিলে যান নাগেরবাজার সার্বজনীন পুজো মণ্ডপে। সেখানেও একইভাবে সবকিছু খতিয়ে দেখেন ও বিভিন্ন নির্দেশ দেন।এরপর ভগবতি পার্ক হয়ে তারা পৌঁছান দমদম পার্ক তরুণ দলের পুজো মণ্ডপে। সেখানে থিমের পুজো আয়োজিত হচ্ছে এবছরে। সেই বিষয়ে সংগঠকদের বেশ কিছু গুরত্বপূর্ন নির্দেশ দেন নগরপাল। প্রবেশ ও বাহির পথ রীতিমতো মাপজোক করে দেখেন তিনি। এরপর তিনি সদলবলে পৌছে যান বরানগর থানা অঞ্চলে। বরাহনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুন্তল মণ্ডলকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেন সেই অঞ্চলের বিখ্যাত পুজো গুলি।

নিজস্ব চিত্র

আরও পড়ুন: মুর্শিদাবাদে দুঃস্থদের পাশে সিভিক ভলেন্টিয়ার

পুলিশ নিউজ কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নগরপাল মনোজ ভার্মা বলেন “আমাদের তরফে সমস্ত পুজো কমিটির সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সরকারের তরফে কোভিড গাইডলাইন প্রকাশিত করা হয়েছে। আমরা এখন থেকেই প্রতিটি পুজো মণ্ডপ নিয়মিত ঘুরে দেখছি, যাতে মণ্ডপ নির্মাণে কোনোরূপ সেই গাইডলাইনের অমান্য না করা হয়।” প্রতিবছরের থেকে এই বছরের পুজো একেবারে আলাদা। একাধিক বিধিনিষেধের মধ্যে দিয়ে হবে দেবীর আরাধনা। এবং তাতে পুজো উদ্যোক্তা থেকে স্থানীয় প্রশাসনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, তারই নিদর্শন আজ দিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close