দক্ষিণবঙ্গউঃ ২৪ পরগনা
আলুর দাম অহেতুক বৃদ্ধি রুখতে বাজারে বারাসাত পুলিশ

পুলিশ নিউজ ডেস্ক: আলুর মূল্যের অহেতুক বৃদ্ধিতে অসাধু ব্যবসা বন্ধ করতে বারাসত বাজারে চলছে পুলিশি নজরদারি।রবিবার বারাসাতের বিভিন্ন বাজার পরিদর্শন করে বারাসাত থানার পুলিশ। বারাসাতের বিভিন্ন বাজার পরিদর্শন করে আলুর দামের হাল হকিকত জানতে চান তারা।
আরও পড়ুন: চুরি যাওয়া টোটো সহ গ্রেফতার ২
পাশাপাশি অতিরিক্ত দামের বোঝা না চাপানোর নির্দেশও দেন। বারাসাত থানার তরফে আলুর দাম নির্ধারিত করে দেওয়া হয় যাতে অতিরিক্ত দামের বোঝা ক্রেতাদের ঘাড়ে না চাপে। অন্যদিকে এই করোনা আবহে বাজার করতে আসা মানুষদের মাস্ক দিয়ে সচেতন করতে চান প্রশাসনের আধিকারিকরা।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp