
কলকাতা, ৫ই আগস্ট: রাজ্যে চলতি মাসের প্রথম লকডাউনে সকাল থেকেই পুলিশি কড়াকড়ির চিত্র উঠে আসছে। ব্যতিক্রম নেই উত্তর কলকাতার বরাহনগর থানা এলাকাও। ব্যারাকপুর কমিশনারেটের অধীনস্থ বরাহনগর থানা ও ডানলপ ট্রাফিক গার্ডের উদ্যোগে ডানলপ মোড়ে যৌথভাবে চলল নাকা চেকিং। উপস্থিত ছিলেন বরানগর থানার সহ আধিকারিক বলরাম বিশ্বাস ও ডানলপ ট্রাফিক গার্ডের আধিকারিক সারদা শংকর মুখোপাধ্যায় ও অন্যান্য পুলিশকর্মীরা। শহর অভিমুখী অথবা শহরের বাইরে যাওয়া প্রত্যেকটি গাড়ির নথিপত্র পুলিশের তরফে খতিয়ে দেখা হয় এবং তারপরই গুরুত্ব বুঝে গাড়িগুলিকে যাওয়ার অনুমতি দেন তারা। যদিও সূত্রের খবর, সকাল ১১টা পর্যন্ত লোকজন ভাঙ্গার কারণে ওই এলাকায় গ্রেপ্তার হয়নি কেউই। বিভিন্ন পাড়া থেকে অলিগলি, পুলিশের তরফে পাশাপাশি চালানো হচ্ছে মাইকিংও।
বরাহনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুন্তল মন্ডল জানিয়েছেন যে পরিস্থিতি বিচার করে তাদের তরফে প্রতিদিনই ওই অঞ্চলে কড়া নজরদারির বন্দোবস্ত রাখা হয়েছে। এলাকার মল্লিক কলোনি, যোগেন্দ্র বসাক স্ট্রীট, ডানলপ সুপার মার্কেট, আর আই সি বাজার ও আলমবাজার সহ অন্যান্য অঞ্চল গুলিতেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বিগত কয়েকদিনে অত্যাধিক মাত্রায় করোনা সংক্রমণের জন্য পুরসভার তরফে বরাহনগর অঞ্চলে একটানা কঠোর লকডাউন করতে হয়। তখনো দিনভর পুলিশি কড়াকড়ির একই ছবি উঠে আসে। উল্লেখ্য, বিশেষ এই নজরদারিতে প্রায়শই উপস্থিত থাকছেন ব্যারাকপুর কমিশনারেট পদস্থ পুলিশ কর্তাব্যক্তিরা।