চন্দননগরে গরিব গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে প্রতারণা, গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা : কয়েক হাজার টাকার বিনিময়ে গরিব গ্রাহকদের অ্যাকাউন্ট হাতিয়ে প্রতারণার দায়ে পুলিশের জালে ধরা পড়লো ৩ অভিযুক্ত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর থানা এলাকায়। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে তোলা হয়।
জানা গেছে , একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের চন্দননগর শাখার বেশ কিছু হতদরিদ্র মানুষের ব্যাংক অ্যাকাউন্ট মাত্র কয়েক হাজার টাকার বিনিময় ভাড়া নিত প্রতারকরা। এরপর ওই গ্রাহকদের থেকে তাদের অ্যাকাউন্টের ডেবিট কার্ড ও ব্যাংকের পাস বই নিয়ে সেখানে আগে থেকে লিংক করানো ফোন নম্বর বদলে নিজেদের ফোন নম্বর সংযুক্ত করে নিত প্রতারকরা। এরপরই প্রতারণার টাকা গোয়েন্দাদের চোখ এড়িয়ে ওই সব অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি নিজেদের অ্যাকাউন্টে লেনদেন করত তারা।
আরও পড়ুন: বিটি রোডে লরি থেকে উদ্ধার ৭ কেজি হেরোইন
ব্যাংকের শাখার আধিকারিকরা জানান , “অ্যাকাউন্টে কোনো দিন অত টাকার লেনদেনই হতো না , সেই অ্যাকাউন্টে বিগত বেশ কিছুদিন লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছে এবং ওই টাকা অ্যাকাউন্টে ঢোকা মাত্রই ট্রান্সফার হচ্ছিল অন্য ব্যাংকে। বিষয়টিতে সন্দেহ হতেই পুলিশি সাহায্য নেন ব্যাংক কর্তৃপক্ষ। এরপরই চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি ১ পলাশ ঢালীর নেতৃত্বে শুরু হয় ঘটনার তদন্ত। প্রথমে ওই অ্যাকাউন্টের কেওয়াইসি দেখে গ্রাহকদের সাথে যোগাযোগ করেন পুলিশ। এরপরই গ্রাহকদের থেকে বিষয়টি জেনে প্রতারণা সম্পর্কে স্পষ্ট হন পুলিশ কর্মীরা। তদন্তে নেমে তিন জনকে আটক করেন তারা। তাদের থেকে উদ্ধার হয়েছে , বেশ কিছু মোবাইল ফোন , পাস বই , ডেবিট কার্ড । প্রতারক চক্রের আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।