KOLKATA WEATHER
এক ঝলকে

জওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দিলেন বন্দিপোড়ার এসএসপি

জম্মু-কাশ্মীরের বন্দিপোড়ার এসএসপি এস রাহুল মালিক (আইপিএস ) সামাজিক দূরত্বের নিয়মাবলী এবং অন্যান্য প্রোটোকল অনুসরণ সম্পর্কিত বিষয়ে ডিপিএল বন্দিপোড়ায় জওয়ানদের সাথে মতবিনিময় করলেন। বুধবার এই অনুষ্ঠানে এএসপি বন্দিপোড়া, ডিসিপি, ডিআর এবং বন্দিপোড়ার জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : কলকাতায় শহীদ এক সেনা কুকুর

এসএসপি তার ভাষণে, জওয়ানদের দায়িত্বের দিকে পর্যাপ্ত মনোযোগ দেওয়ার জন্য বলেন। COVID-19 মহামারীর সময়ে সেনাদের শারীরিক ও মানসিক উভয়ভাবেই প্রস্তুত থাকতে বলেন তিনি। কল্যাণমূলক পদক্ষেপের বিষয়েও যথাযথ যত্ন নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। বক্তৃতা শেষে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

 

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close