বালুরঘাটে হোমগার্ডের রহস্যজনক মৃত্যু

বালুরঘাট, ৭ই সেপ্টেম্বর: প্রাক্তন পূর্তমন্ত্রী শংকর চক্রবর্তীর বাড়িতে কর্মরত এক হোমগার্ডের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। মৃত হোমগার্ডের নাম সুবোধ বর্মন (৫২)। বাড়ি বালুরঘাট থানার ভাটপাড়া এলাকার দক্ষিন শিবরামপুর এলাকায়।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় তাকে ওই এলাকার কালাইবাড়ি গ্রামে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।খবর দেওয়া হয় হোমগার্ডের পরিবারকে। পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত ওই হোমগার্ডকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সোমবার দুপুর দেড়টা নাগাদ ওই হোমগার্ডের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : লকডাউনে শুনশান শিয়ালদহ
খুন করা হয়েছে ওই হোমগার্ডকে অভিযোগ মৃতের পরিবার। তারা দোষীদের উপযুক্ত শাস্তি চান। পরিবারের লোকজন জানান, রবিবার সকাল নয়টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বালুরঘাট শহরের কংগ্রেস পাড়ায় অবস্থিত ওই তৃনমূল নেতার বাড়িতে ডিউটিতে যোগ দিতে যান সুবোধ। তারপর বাড়ি ফেরেননি। এরপরই স্থানীয়দের মারফত খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিবার। এদিন তার মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।