পুলিশ দিবস পালন করল বালুরঘাট পুলিশ

পুলিশ নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন প্রতি বছর ১ লা সেপ্টেম্বর পুলিশ ডে হিসাবে পালিত হবে। আর সেই উপলক্ষে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বালুরঘাটের বালুছায়া সভাগৃহে পালিত হল পুলিশ দিবসের অনুষ্ঠান।
এদিনের অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার ডিআইজি, মালদা রেঞ্জের অফিসার প্রসুন ব্যানার্জি, মন্ত্রী বাচ্চু হাঁসদা, দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মল, পুলিশ সুপার দেবর্ষী দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
আরও পড়ুন: আনন্দপুরকাণ্ডে নীলাঞ্জনা দেবীকে ফোন করে কুর্নিশ জানালেন অনুজ শর্মা
দক্ষিণ দিনাজপুর জেলার প্রয়াত এএসআই পপি চৌধুরীর ছেলের হাতে নিয়োগপত্রও তুলে দেওয়া হয় এদিন। পাশাপাশি এই অনুষ্ঠানে বিভিন্ন করোনা জয়ী পুলিশকর্মীদের মেডেল ও সার্টিফিকেট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।