উঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
এটিএম ভেঙে চুরি, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটে নিউটাউনের নরেন্দ্রনগর মনিখোলা এলাকার। তদন্তে নারায়নপুর থানার পুলিশ।
সূত্রের খবর, মঙ্গলবার ভোর রাতে ব্যাংক সংলগ্ন একটি এটিএম ভেঙে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। গ্যাস কাটার দিয়ে এটিএম ভাঙা হয়। সিসিটিভি ভেঙে এটিএম এর ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। প্রায় সবকটা সিসিটিভিই অকেজো। বুধবার সকালে ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ আসে। ঘটনাস্থল পরিদর্শন করেন রাজারহাটের এসিপি পরেশ রায় ও নিউটাউনের ডিসি বিশপ সরকার।
আরও পড়ুন: কাশ্মীরে নিহত রিয়াজ নাইকুর ঘনিষ্ঠ জঙ্গি
সকালবেলায় ব্যাংক খুলতে এসে এক কর্মী দেখেন এটিএম কাউন্টার ভাঙা অবস্থায় পড়ে আছে। পুলিশকে খবর দেওয়া হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে নারায়নপুর থানার পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp