উত্তরপ্রদেশে এটিএম লুট, গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের মথুরার ইউবিআই -এর এটিএম লুট করার অভিযোগে গ্রেফতার ১।
গত ২০ আগস্ট ওই এটিএম লুট করা হয় বলে অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি নজরে আসতেই অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয় এটিএম কর্তৃপক্ষের তরফে। এরপর থেকেই পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছিল। তদন্তের পর উত্তরপ্রদেশের মথুরা থানার পুলিশের একটি দল ধর্মাবীর শর্মা, মহেশ শর্মা, পন্ডিত জিৎ, ব্রজলাল শর্মা বৃহস্পতিবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।
আরও পড়ুন: সেপ্টেম্বর দ্বিতীয় সাপ্তাহিক লকডাউনে দুই চিত্র
ধৃত ব্যক্তি মথুরার কালিয়াচক থানার থাকা অধীনে সুজাপুরে ইউবিআইয়ের এটিএম গ্যাস কাটার দিয়ে ভেঙে চুরির ঘটনায় জড়িত। গ্রেফতারের পর জেরায় সে অপরাধ স্বীকার করে।এছাড়াও তদন্তে জানা যায় ধৃত ব্যক্তি পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যের বেশ কয়েকটি এটিএম চুরির ঘটনার সঙ্গেও জড়িত।