KOLKATA WEATHER
দক্ষিণবঙ্গদঃ ২৪ পরগনা

চুরি যাওয়া টোটো সহ গ্রেফতার ২

পুলিশ নিউজ ডেস্ক: সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘি থানার বড়সড় সাফল্য। চুরির কয়েকদিনের মধ্যেই টোটো। ঘটনায় গ্রেফতার ২।

জানা গিয়েছে , সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘি এলাকায় চুরি যাচ্ছিল টোটো। দীর্ঘদিন ধরেই সেই অভিযোগ আসছিল পুলিশের কাছে। এরপর রায়দিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তল্লাশি অভিযান শুরু করে। অভিযানে রায়দিঘি এলাকা থেকে ২ টোটো চোর গ্রেফতার করা হয়। ধৃতদের নাম জগন্নাথ ঘোষ ও তরুণ মন্ডল। পুলিশি জেরায় চুরির কথা স্বীকার করে দুজন। ধৃতদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে যুক্তদের ধরতে চায় পুলিশ।

সূত্রের খবর, জুলাই মাসের শেষ সপ্তাহে মথুরাপুরের বটিশ্বরের বাসিন্দা দেবদাস হালদারের একটি টোটো রায়দিঘির মাছ বাজার এলাকা থেকে চুরি হয়। সেই অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে রায়দিঘি থানার পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান। সেই তল্লাশি অভিযান ধরা পড়ে রায়দিঘির কুমড়ো পাড়ার বাসিন্দা জগন্নাথ ঘোষ ও মৈপিঠের  বাসিন্দা তরুণ মন্ডল। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে রায়দিঘি ও মৈপিঠ থেকে তিনটি টোটো উদ্ধার করে পুলিশ। ডিএসপি মন্দিরবাজার টোটো চুরির ঘটনায় জানান রায়দিঘি থানাতে টোটো চুরির বিষয়টি আমাদের নজরে আসে।

আরও পড়ুন: রক্ত প্লাজমা দান করলেন করোনা জয়ী পুলিশ

সেইমতো সুন্দরবন পুলিশ জেলার সুপার বৈভব তিওয়ারির নির্দেশে একটি তদন্তকারী দল গঠন করে রায়দিঘি থানার ওসি শুভেন্দু দাসের নেতৃত্বে তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশি অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে তিনটি টোটো গাড়ি উদ্ধার করা হয়েছে। এই চক্রের সঙ্গে যুক্তদের সন্ধান চলছে।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close