কলকাতাকলকাতা পুলিশ
চোরাই মাল সহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক: চুরির ঘটনার নিষ্পত্তি করলো ফুলবাগান থানার পুলিশ। চোরাই মাল সহ গ্রেফতার করা হল ২ অভিযুক্তকে. কিছু দিন আগে ১৩৯/১, সি এই টি রোড নিবাসী শ্রাদঞ্জলি মন্ডলের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ২৫ অক্টোবর ফুলবাগান থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ওঠে ওই বাড়ির ২ কাজের লোকের বিরুদ্ধে।
আরও পড়ুন: এটিএম লুট মামলায় গ্রেপ্তার ২
অভিযোগ, একটি ভারী সোনার চেইন, তিনটি সোনার চুড়ি, দুটি সোনার নেকলেস সেট, পাঁচটি কানের দুল, পাঁচটি আংটি এবং আটটি রূপোর মুদ্রা নিয়ে পালিয়ে ওই দুজন. শুরু হয় তদন্ত। গ্রেফতার করা হয় দুজনকে। অভিযুক্তদের জেরা করে উদ্ধার হয় খোয়া যাওয়া গয়না। ধৃত ঝুমা ঘোষ ও চম্পা ঘোষের কাছ থেকে গলানো সোনা উদ্ধার করে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp