
নিজস্ব সংবাদদাতা: পাচারের আগেই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মেহেরাপুর স্ট্যান্ড এলাকা থেকে পাচারকারীকে ধরে পুলিশ।এদিন ধৃতকে মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: আইইডি বিস্ফোরনে আহত জওয়ান
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আনারুল শেখ(৩৮)।কালিয়াচক থানার সুজাপুর অঞ্চলের বালিহারপুর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট।আটটি প্যাকেটে রাখা হয়েছিল সমস্ত ট্যাবলেট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্যাবলেট গুলি মনিপুর থেকেই নিয়ে আসা হয়েছিল। এলাকায় পাচারের উদ্দেশ্য ছিল ওই ব্যক্তির। তবে তার আগেই ধরা পড়ে যায়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp