দঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
বিপুল পরিমাণ অস্ত্র সহ গ্রেফতার ১

নিউজ ডেস্ক: পুলিশের অভিযানে বড়সড় সাফল্য। উদ্ধার নটি বেআইনি আগ্নেয়াস্ত্র, সঙ্গে ছটি লাইভ কার্তুজ। ঘটনা বারুইপুর জেলা পুলিশের সুন্দরবন কোস্টাল থানার রাধানগর এলাকায়।
আরও পড়ুন: পুলিশের উদ্যোগে ‘রান ফর ইউনিটি’
গোপন সুত্রে খবর পেয়ে ২৭ অক্টোবর সন্ধ্যা ৫ টা থেকে ৬:৩০ এর মধ্যে এই তল্লশি অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র সহ গ্রেফতার করা হয় মুচ্চা কালি মোল্লা নামে এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি ওই সব অস্ত্র স্থানীয় অপরাধীদের কাছে বিক্রির জন্য নিয়ে এসেছিল।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp