পূর্ব বর্ধমান
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার ভাতারের নতুনগ্রামের দুই ব্যক্তি কে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করে তাদের বিচার বিভাগের জন্য বর্ধমান আদালতে পাঠানো হল।
সোমবার ভাতারের নতুন গ্রামের এক মহিলা তিনি অভিযোগ জানান ভাতার থানায়। তার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোর বেলায় ভীম মিস্ত্রি ও মরিলাল মিস্ত্রি নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে ভাতার থানার পুলিশ।
আরো পড়ুন: পথচলতি মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ভাতার থানার পুলিশের
তাদের বিচার বিভাগের জন্য বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।
ভীম মিস্ত্রি জামাইবাবু জানান, আমার শ্যালককে ফাঁসানো হয়েছে,কারণ যিনি অভিযোগ করছেন তিনিও আমার শালিকা হন অর্থাৎ আমার শ্যালকের ছোট কাকার মেয়ে। কেউ কখনো কাকার মেয়ের শ্লীলতাহানি করতে পারে।সমগ্র ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp